যে কারণে বাজার থেকে করোনা টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা
'বাজারে আপডেট টিকার প্রচুর সরবরাহ রয়েছে', এমন কারণ দেখিয়ে বিশ্বব্যাপী নিজেদের করোনা টিকা প্রত্যাহার শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা।
রয়টার্স বলছে, গতকাল মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
অ্যাস্ট্রাজেনেকা জানায়, তারা ইউরোপের বাজারে 'ভ্যাক্সজেভরিয়া' টিকা বিক্রির অনুমোদন প্রত্যাহারের বিষয়েও কাজ শুরু করছে।
কোম্পানিটি বলছে, 'করোনা মহামারি মোকাবিলায় একাধিক টিকা উদ্ভাবিত হয়েছে এবং বর্তমানে বিশ্ববাজারে আপডেট টিকার প্রচুর সরবরাহ রয়েছে। এ কারণে ভ্যাক্সজেভরিয়া টিকার চাহিদা কমে গেছে, ফলে এই টিকা আর তৈরি কিংবা সরবরাহ করা হচ্ছে না।'
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ভারতীয় সংস্করণ কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়ায় টিটিএস (থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম) হতে পারে বলে সম্প্রতি জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
টিটিএসের ফলে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে পারে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ মার্চ টিকা প্রত্যাহারের আবেদন করে অ্যাস্ট্রাজেনেকা, যা ৭ মে কার্যকর হয়।
করোনা টিকা বিক্রি কমে যাওয়ায় গত বছর থেকে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস ভ্যাকসিন ও স্থূলতার ওষুধ তৈরির দিকে মনোযোগ দেয় অ্যাস্ট্রাজেনেকা।
Comments