শার্শায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের বাসভবনের সামনে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ রোববার ভোররাতে শার্শার নাভারন রাজনগর মোড়ে তার বাসভবনের সামনে বোমা দুটির বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এর ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর ইব্রাহিম খলিল ও তার পরিবার রয়েছে চরম আতঙ্কে।

ইব্রাহিম খলিল বলেন, 'ভোররাতে হঠাৎ বিকট শব্দে আমরা জেগে যাই। নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থী আতঙ্ক সৃষ্টি করার জন্যই আমার বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।'

তিনি দাবি করেন, 'নির্বাচনে আমার অবস্থান অনেক ভালো। আমি যেন প্রচারণা থেকে বিরত থাকি এ জন্যই এ ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটানো হচ্ছে।'

ঘটনাটি প্রশাসনকে জানালে পুলিশ এসে তদন্ত শুরু করে।

তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, 'খবর পেয়ে তদন্ত শুরু করেছি। বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।'

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বলেন, 'এ ঘটনায় যারাই জড়িত থাকুক তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Army chief meets Khaleda Zia

Chief of Army Staff General Waker-uz-Zaman met BNP Chairperson Khaleda Zia tonight

46m ago