চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সূচি

ছবি: এক্স (সম্পাদিত)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলমান মৌসুমের শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে আর মাত্র চারটি ক্লাব। আগামী ২ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের পর তাদের একটির হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি।

সেমিফাইনালে প্রতিযোগিতার ইতিহাসের সফলতম দল ১৪ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। আরেক সেমিতে ১৯৯৬-৯৭ আসরের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড মোকাবিলা করবে প্রথম শিরোপার খোঁজে থাকা পিএসজিকে।

রিয়াল শেষ চারে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে। এর আগে দুই লেগ মিলিয়ে ছিল ৪-৪ ব্যবধানে সমতা। দুই লেগ মিলিয়ে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট প্রাপ্তি নিশ্চিত করেছে বায়ার্ন।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের সেমিফাইনালে ডর্টমুন্ড উঠেছে দুই লেগ মিলিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৫-৪ গোলে পেছনে ফেলে। পিএসজি দুই লেগ মিলিয়ে বার্সেলোনার বিপক্ষে ৬-৪ গোলের অগ্রগামিতায় স্থান পেয়েছে শেষ চারে।

সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ১ ও ২ মে। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে আগামী ৮ ও ৯ মে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সূচি:

লেগ ম্যাচ তারিখ সময় ভেন্যু
প্রথম বায়ার্ন-রিয়াল ১ মে রাত ১টা আলিয়াঞ্জ অ্যারেনা
প্রথম ডর্টমুন্ড-পিএসজি ২ মে রাত ১টা সিগন্যাল ইডুনা পার্ক
দ্বিতীয় পিএসজি-ডর্টমুন্ড ৮ মে রাত ১টা পার্ক দে প্রিন্সেস
দ্বিতীয় রিয়াল-বায়ার্ন ৯ মে রাত ১টা সান্তিয়াগো বার্নাব্যু

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

Strategies we can employ in tariff talks with the US

We must realise that the US has started the tariff war with a political agenda.

5h ago