রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর

অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী। 

২৮ এপ্রিল থেকে আগামী তিন বছর তিনি সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার সিনিয়র সহকারী সচিব স্নেহাশিস দাশের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ১৯৭৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং একই কলেজে ১৯৭৬ সালে শিক্ষকতা শুরু করেন। 

তিনি ভিয়েনা ইউনিভার্সিটি চর্ম ও যৌনরোগে উচ্চতর ডিগ্রি লাভ করেন। পরে গ্লাসগো রয়েল কলেজ ফেলোশিপ সনদ এবং আমেরিকান কলেজ অব এনজিওলজি থেকে অ্যাসোসিয়েট ফেলো নির্বাচিত হন।

অধ্যাপক মো. উবায়দুল কবীর বর্তমানে আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির আন্তর্জাতিক ফেলো হিসেবে সংযুক্ত আছেন। 

বর্তমানে তিনি এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. কবীর চৌধুরী মহান মুক্তিযুদ্ধে একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাটিপাড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধার জানাজা ও সমাধির ব্যবস্থা করেন। 

চিকিৎসা শাস্ত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। 

এছাড়া তিনি ভারতের অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মুক্তিযুদ্ধ ও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য ২০২৩ সালে 'মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার লাভ করেন।

তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য।

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

27m ago