বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত

ec logo

বান্দরবানের তিন উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, পার্বত্য জেলা বান্দরবান বিশেষ করে রুমা, থানচি ও রোয়াংছড়িতে যৌথবাহিনীর অভিযান চলছে।

৮ মে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনের আগে অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি বলেন, 'এই তিন উপজেলার নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।'

ব্যাংক ডাকাতি ও অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বান্দরবানে এই যৌথ অভিযান চলছে।

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

1h ago