শ্রীপুরে পোশাক শ্রমিক মোফাজ্জল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক শ্রমিক আব্দুল লতিফ হত্যা মামলার প্রধান আসামি মোফাজ্জলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার সকাল ১১টায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত রাতে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে। তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি।'

লতিফ (২৬) শ্রীপুর উপজেলার করয়তলা গ্রামের আব্দুল খালেক ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

এর আগে গত শুক্রবার ভোররাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

লতিফের ছোট বোন খাদিজা বলেন, বৃহস্পতিবার রাতে আমার ভাই বাসায় ছিল। রাত আনুমানিক ১০টার দিকে মোবাইল ফোনে একটি কল এলে সে বাইরে যায়। ঘণ্টা খানেক পরে স্থানীয় বাসিন্দারা লতিফকে বাসায় নিয়ে। আমার ভাই গুরুতর আহত হয়েছিল। আমরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় বাদী হয়ে মোফাজ্জল ও শিরিনা আক্তারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে শনিবার হত্যা মামলা করেন আব্দুল খালেক। এর পরে পুলিশ শিরিনাকে গ্রেপ্তার করে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুদিব চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগেই লতিফের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে বলা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।

র‍্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম বলেন, 'মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Comments

The Daily Star  | English

Constitution reform commission proposes new principles for Bangladesh

Equality, human dignity, social justice, pluralism will replace nationalism, socialism, secularism

35m ago