তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/04/17/436574102_949960726446545_3577733955559144151_n.jpg)
রাজধানীর তেজগাঁও এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।
আজ বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি সকাল ৮টার দিকে লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। এখনএকটি লাইন দিয়ে ট্রেন চলাচল চলছে
এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
Comments