নাটোরে টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-ঠিকাদার সংঘর্ষ, নিহত ১

সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সংঘর্ষের দৃশ্য। ছবি: ভিডিও থেকে

নাটোরে ঠিকাদারি কাজের টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় কাউন্সিলর ও ঠিকাদারের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এই সংঘর্ষে নিহত শিশির (৩০) নাটোর পৌর এলাকার কান্দিভিটুয়া এলাকার মোজাহার হোসেনের ছেলে।

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বলেন, 'পৌর কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও যুবলীগ কর্মী হাসানুর রহমান হাসু একসঙ্গে ৫ নং ওয়ার্ডে ড্রেন নির্মাণের ঠিকাদারি করেন। পরে কাজের লাভের টাকা ভাগাভাগি নিয়ে হিরো ও হাসুর মধ্যে বিরোধ শুরু হয়।'

মেয়র বলেন, 'আজ দুপক্ষকে নিয়ে পৌরসভায় শালিস বৈঠকে বসেছিলাম। বৈঠকে তারা বাগবিতণ্ডা করে আমার রুম থেকে চলে যায়।'

তিনি জানান, বাইরে গিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক এক পর্যায়ে হাসুকে কুপিয়ে জখম করে হিরো ও তার সহযোগীরা।

'হাসু দৌড়ে এসে আমার রুমে আশ্রয় নেয়। হাসুর সমর্থকরাও তখন সংঘর্ষে জড়িয়ে পরে এবং শিশিরের ঘাড়ে কোপালে তিনি গুরুতর আহত হন। নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' বলেন মেয়র জলি।

কোনো কাউন্সিলর তার নিজ ওয়ার্ডের ঠিকাদারি কাজ করতে পারেন কি না, জানতে চাইলে মেয়র বলেন, 'আইনগতভাবে পৌর কাউন্সিলের ঠিকাদারি কাজ করার কোনো সুযোগ নেই। আমাদের দাপ্তরিক নথি অনুযায়ী এই ড্রেন নির্মাণ কাজের ঠিকাদার আশফাকুল ইসলাম।'

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে রোকনুজ্জামান হিরো এবং হাসানুর রহমান হাসুকে গ্রেপ্তার করা হয়।'

Comments

The Daily Star  | English

'State intelligence agency' is attempting to form political party, Rizvi alleges

Doubts are growing as to whether there are subtle efforts within the government to weaken and break the BNP, he also said

56m ago