সিলেটে গুলিতে নিহত ৪, আহত অর্ধশতাধিক

সিলেট
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

এতে পুলিশ ও বিজিবিসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার দুপুর সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন-উপজেলার ধারাবোহর গ্রামের ব্যবসায়ী তাজউদ্দিন (৪৩), দত্তরাই গ্রামের বাসিন্দা মিনহাজ আহমেদ (২৬) ও আমুড়া এলাকার বাসিন্দা সানি আহমেদ (১৮)। 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সিলেট নগরী ও গোলাপগঞ্জ উপজেলা থেকে শতাধিক আহত হাসপাতালে এসে ভর্তি হয়েছেন।

এদিকে সিলেট দক্ষিণ সুরমা উপজেলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Comments

The Daily Star  | English

Drug sales growth slows amid high inflation

Sales growth of drugs slowed down in fiscal year 2023-24 ending last June, which could be an effect of high inflationary pressure prevailing in the country over the last two years.

16h ago