মারা গেলেন ‘আদম' ছবির তরুণ পরিচালক হিরণ
মারা গেছেন তরুণ পরিচালক আবু তাওহীদ হিরণ। আজ সোমবার ভোররাতে নিজ বাসায় ব্রেনস্ট্রোকে মারা গেছেন তিনি।
হিরণের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা।
আজ ভোররাতে বাসার কেয়ারটেকারকে কল করে হিরণ জানান যে তিনি অসুস্থ। কেয়ারটেকার দ্রুত তার ফ্ল্যাটে পৌঁছালেও রুম ভেতর থেকে বন্ধ থাকায় ঢুকতে পারেননি। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে হিরণকে মৃত অবস্থায় পান।
খুলনার সন্তান আবু তাওহীদ হিরণ পরিচালিত 'আদম' সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।
তার পরিচালনায় 'রং রোড' নামে একটি সিনেমার শুটিং শেষ হয়েছে।
Comments