ঢাকার ঈদ উদযাপন শতবর্ষ আগে কেমন ছিল?

ঢাকার ঈদে নায়েব নাজিমদের শান শওকত, চাঁদ দেখে কামান দাগা, জমকালো সাজে সজ্জিত হাতি, উট নিয়ে ঈদের মিছিল-কেমন ছিল শতবর্ষ আগে এই শহরের ঈদ উদযাপন?

জানব এবং একইসঙ্গে আপনাদের দেখাব জলরংয়ে আঁকা ২০০ বছরের পুরোনো এমন কিছু ঈদের ছবি যার অধিকাংশই হয়তো আপনি আগে দেখেননি।

Comments