গাজীপুর

এত লোডশেডিং কেন, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বললেন ‘এটা রাষ্ট্রের সমস্যা’

গরমে নাকাল গাজীপুরবাসী। ছবি: স্টার

তীব্র গরমের মধ্যে গাজীপুরে বিভিন্ন এলাকায় দীর্ঘসময় ধরে বিদ্যুৎ না থাকায় রোজায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ।

২৪ ঘণ্টার মধ্যে ১২-১৫ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ। প্রচণ্ড গরম ও তাপদাহে একজনের মৃত্যুর অভিযোগও পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার পর জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে যায়। ভোররাত পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এর মাঝে দু'বার আসলেও ১০-১৫ মিনিট পর আবার চলে যায়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ি এলাকার বাসিন্দা আফসানা শারমিন লিলি বলেন, 'রাজবাড়িতে ১০ মিনিট বিদ্যুৎ থাকলে পরের ২ ঘণ্টা থাকে না। বিশেষ করে সারারাত বিদ্যুৎ না থাকায় শিশুদের নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছি। রোজা রেখে কষ্ট হচ্ছে।'

শিক্ষার্থী জিসান মনি বলেন, 'গরমে অসুস্থ হয়ে পড়েছি, গায়ে ফোসকা পড়ার মতো অবস্থা।'

ছবি: স্টার

নাম প্রকাশে অনিচ্ছুক তরগাঁও গ্রামের এক বাসিন্দা বলেন, 'আমরা অসহায় অবস্থায় আছি। কাপাসিয়াবাসীদের দেখার কথা যাদের তারা মনে হয় সাধারণ মানুষের কথা বুঝতে পারছেন না। তারা জানেন না, মানুষ কত কষ্টে আছে। সেহেরি-ইফতারের সময়ও বিদ্যুৎ থাকে না।'

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাপাসিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রুহুল আমীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই জোনালে বিদ্যুৎ চাহিদা রয়েছে ২৭ মেগাওয়াট। আমি পাচ্ছি ৭ মেগাওয়াট। মাঝে মাঝে ৯ মেগাওয়াট পাই। এ কারণেই জন দুর্ভোগ।'

ছবি: স্টার

জ্বালানি সংকটের কারণে এমন সমস্যা হচ্ছে বলে ধারণা তার।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা ডেইলি স্টারকে বলেন, 'জেলায় আমার স্টেশনের অধীনে বিদ্যুৎ চাহিদার বিষয়গুলো জোনভিত্তিক ডিজিএম বলতে পারবেন। চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় কোনো কোনো এলাকায় লোডশেডিং হচ্ছে।'

এত লোডশেডিং কেন? জানতে চাইলে তিনি বলেন, 'এটা রাষ্ট্রের সমস্যা। ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।'

এদিকে, কালিয়াকৈরে প্রচণ্ড গরম ও তাপদাহে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে।

কালিয়াকৈর থানায় এসআই রাফসান বলেন, 'কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গতরাত ৯টার দিকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়রা কালিয়াকৈর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

'চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরম ও তাপদাহে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

45m ago