‘হার্দিককে কেউ অধিনায়ক মানছে না’, মনে হচ্ছে হরভজনের
গুজরাট টাইটান্স থেকে আলোড়ন তুলে হার্দিক পান্ডিয়াকে দলে ফিরিয়ে অধিনায়ক করে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের শিরোপা জেতা অধিনায়ক রোহিত শর্মার বদলে হার্দিককে এই ভার দেওয়ায় দলটি সমালোচনায় পড়ে। প্রথম ম্যাচ খেলতে নেমে দর্শকদের কাছ থেকেও দুয়ো শুনেন হার্দিক। টানা তিন হারের পর নানান গুঞ্জন চলছে। মুম্বাইর হয়ে এক সময় খেলা ভারতের সাবেক তারকা হরভজন সিংয়ের মনে হচ্ছে, ড্রেসিংরুমে হার্দিককে অধিনায়ক হিসেবে মেনে নিতে পারছেন না খেলোয়াড়রা।
গত সোমবার ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হারে মুম্বাই। এই ম্যাচ শেষে ডাগআউটে একা বিষণ্ণ হয়ে বসে থাকতে দেখা যায় হার্দিককে।
স্টার স্পোর্টসে হিন্দি ভাষায় ধারাভাষ্য দিতে থাকা হরভজনকে এই দৃশ্য বেশ নাড়া দিয়েছে। তার মনে হচ্ছে হার্দিককে নেতা হিসেবে মেনে নিতে পারছেন না কেউ, 'ছবিটা দেখে ভাল লাগছে না। হার্দিক একা। খেলোয়াড়দের উচিত তাকে অধিনায়ক হিসাবে মেনে নেওয়া। কিন্তু মনে হচ্ছে কেউ ওকে অধিনায়ক হিসাবে মানছে না। আমি এই দলের হয়ে এতবছর খেলেছি। এই দৃশ্য তাই আমার খারাপ লাগছে।'
মুম্বাইর ড্রেসিংরুমে রোহিত ছাড়াও আছেন জাসপ্রিট বুমরাহর মতন তারকা। এত বড় বড় তারকার ভিড়ে হার্দিক স্বাধীনতা পাচ্ছেন কিনা তা নিয়ে সংশয়ে হরভজন, 'আমি ঠিক জনি কি হচ্ছে। ড্রেসিংরুমে এত বড় নাম আছে ও হয়ত স্বাধীনভাবে দল চালাতে পারছে না, খুব খারাপ হচ্ছে।।'
আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই এবার গুজরাট টাইটান্সের বিপক্ষে হার দিয়ে শুরু করে আসর। সেই ম্যাচে গ্যালারি থেকে বিরূপ প্রতিক্রিয়া পান হার্দিক। পরে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থানের বিপক্ষেও হারে তারা, আপাতত টেবিলের তলানিতে দলটি।
Comments