আমি এইসবে ভয় পাই না: পূজা চেরি

এই ঈদে মুক্তি পাচ্ছে পূজা অভিনীত সিনেমা ‘লিপিস্টিক’। ইতোমধ্যে সিনেমাটির আইটেম গান ‘বেসামাল’ প্রকাশিত হয়েছে।
ছবি: ফেসবুক থেকে নেওয়া

গত ২৪ মার্চ মা হারিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। মা হারানোর শোক বুকে নিয়েই অল্পদিনে ঈদের সিনেমার প্রচারণায় ফিরেছেন তিনি।

এই ঈদে মুক্তি পাচ্ছে পূজা অভিনীত সিনেমা 'লিপিস্টিক'। ইতোমধ্যে সিনেমাটির আইটেম গান 'বেসামাল' প্রকাশিত হয়েছে।

এসব বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন পূজা। 

আসছে ঈদুল ফিতরে ১৩টি সিনেমা মুক্তি পাচ্ছে। এত তারকা, সিনেমার মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে। এজন্য নিজের মধ্যে কোনো ভয় কাজ করছে কী?  

পূজা চেরি: আমি এইসবে ভয় পাইনা। আমার অভিনীত সিনেমা চলবে সিনেমার কারণেই। ভালো গল্প, নির্মাণ, অভিনয়, গান মিলিয়েই একটি সিনেমা হয়। আশা করছি 'লিপিস্টিক' সিনেমায় সবকিছু পাবেন দর্শক। তাই এইসব নিয়ে ভাবছি না। আর কাজটি করে ভালো লেগেছে। দর্শকরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন।

নতুন সিনেমায় দুটি চরিত্রে অভিনয় করেছেন। কতটা চ্যালেঞ্জিং ছিল? 

পূজা চেরি: একেবারে বিপরীতধর্মী দুটি চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছি। এবারই প্রথম এক সিনেমায় দুই চরিত্রে অভিনয় করলাম। বেশ চ্যালেঞ্জিং কাজ ছিল। একসময় করেছি গ্রামের কিশোরী মেয়ে বুচির চরিত্র, পরে জনপ্রিয় একজন নায়িকায় ভূমিকায় দেখা যাবে আমাকে। এই দুটি চরিত্রে ভিন্ন ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছি। নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করেছি। বৈচিত্র্য আনতে চেয়েছি অভিনয়ে, চরিত্র চিত্রায়ণে। 

নিশ্চয় এই সময়ে মায়ের কথা খুব মনে পড়ছে। মাকে নিয়ে কিছু বলুন। 

পূজা চেরি: আমার মা আমার সবকিছু জুড়ে ছিলেন, আছেন। অনেকখানি  ভালোবাসি আমার মাকে। এভাবে এত জলদি তাকে হারাবো বুঝিনি। এতটা ভালোবাসি তাকে বলতে পারিনি। মায়ের কথা, মায়ের উপদেশ এখন আমার চলার শক্তি। মা আমাকে নিয়ে যেসব স্বপ্ন দেখতেন তার সবটুকু পূরণ করতে চাই। প্রতিটা নিশ্বাসে অনুভব করি যেন কাছেই কোথাও আছে আমার মা।

দীঘদিন পর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এই দীর্ঘ বিরতি কেন?

পূজা চেরি: ঠিক একবছর পর আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। সর্বশেষ 'জ্বীন' সিনেমা এক বছর আগে মুক্তি পেয়েছিল। ছবিটি দর্শকরা পছন্দ করেছিল ও ব্যবসা সফলতা পেয়েছিল। বেশকিছু সিনেমার শুটিং করেছি। বেশ কয়েকটি সিনেমা তৈরি হয়ে আছে। আশা করি সেগুলো মুক্তি পাবে সামনে। তেমন দীর্ঘ বিরতি বলতে চাচ্ছিনা। এখন তো বছরে একজন শিল্পীর খুববেশি সিনেমা মুক্তি পাচ্ছে না। সেই হিসেবে দীর্ঘ বিরতি মনে হচ্ছেনা আমার কাছে।

 

Comments

The Daily Star  | English
Personal data up for sale online!

Personal data up for sale online!

Some government employees are selling citizens’ NID card and phone call details through hundreds of Facebook, Telegram, and WhatsApp groups, the National Telecommunication Monitoring Centre has found.

13h ago