ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
আজ মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৩৮ দশমিক ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
একইভাবে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ১ হাজার ২৪৫ দশমিক ৩৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ দশমিক ৬১ পয়েন্ট কমে ২ হাজার ১ দশমিক ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ টার্নওভার ৩৬৭ কোটি ৬৫ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ২১ দশমিক ৫৮ শতাংশ কম।
এদিন ডিএসইতে ৭৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ২৬৮টির এবং ৪৩টির দর অপরিবর্তিত আছে।
Comments