রাজ-বুবলির ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ ঘিরে মুগ্ধতা
টিজার মুক্তির কয়েকদিন পরই প্রকাশ হয়েছে শরীফুল রাজ ও বুবলি অভিনীত মিশুক মনি পরিচালিত 'দেয়ালের দেশ' সিনেমার প্রথম গান। টিজারে যে মুগ্ধতা ছড়িয়েছিল গানেও সেই ধারাবাহিকতা রয়েছে। গতকাল সন্ধ্যায় প্রকাশের পর থেকে দর্শকদের ভালোবাসা পাচ্ছে গানটি।
'বেঁচে যাওয়া ভালোবাসা' শিরোনামে গানটির কথা লিখেছেন রোহিত সাধু খাঁন। সুর-সংগীত সাজিয়েছেন ইমন চৌধুরী। গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। গানটির চিত্রায়নে উঠে এসেছে রাজ ও বুবলির প্রেমের রসায়ন।
সিনেমা প্রসঙ্গে শবনম বুবলি বলেন, 'দেয়ালের দেশ সিনেমার গল্প পড়েই আমার খুব ভালো লেগেছিল। আমরা বলি ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। এমন গল্পের সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। তখনও আমি পুরো বাণিজ্যিক সিনেমার নায়িকা। অনুদানের সিনেমা নিয়ে যেসব কথা বলা হয়, সিনেমা মুক্তির পর সেটা ভেঙে যাবে এই সিনেমার মাধ্যমে।'
এই সিনেমায় রাজ-বুবলি ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতাসহ আরও অনেকে।
Comments