ঈদের ‘ইত্যাদি’র নাচে একাল-সেকালের বিয়ে

ঈদের ‘ইত্যাদি' অনুষ্ঠানে হানিফ সংকেতের সঙ্গে নাচের কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

'ইত্যাদি' মানেই চমক আর ভিন্নমাত্রার বাড়তি আয়োজন। প্রতিবারই চেষ্টা করা হয় নাচের বিষয়ে বৈচিত্র্য আনতে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। 

ইত্যাদিই একমাত্র বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান যেখানে প্রচলিত নাচের ধারার বাইরে গিয়ে বিষয়-ভিত্তিক নাচ করা হয়। সেই ধারাবাহিকতায় এবারের বিষয় সেকাল আর একালের বিয়ে। 

পরিবেশন করবেন জনপ্রিয় নাচের জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে আছেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী। 

ছবি: সংগৃহীত

নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। 

যথারীতি 'ইত্যাদি' অনুষ্ঠান রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। 

Comments