ইত্যাদির গানে অংশ নিলেন নারী খেলোয়াড়রা

হানিফ সংকেত, ইত্যাদি,
গানের চিত্রায়নে অংশ নিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল ও ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আগামী ঈদের জন্যেও নির্মিত হয়েছে নতুন পর্ব। এবারের ঈদের ইত্যাদিতে থাকছে একটি দেশাত্মবোধক গান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। শিল্পীর সঙ্গে গানের চিত্রায়নে অংশ নিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল ও ক্রিকেট দল। গানটির কথা হলো 'পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও'।

গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। গানটির চিত্রায়নে শিল্পী ও খেলোয়াড়দের সঙ্গ কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন শতাধিক নৃত্যশিল্পী। গানটির কোরিওগ্রাফি করেছন মনিরুল ইসলাম মুকুল।

ঈদের পরদিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ইত্যাদি প্রচারিত হবে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

5h ago