ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএসএম মাকসুদ কামাল এ ফল প্রকাশ করেন।
এ বছর ভর্তি পরীক্ষায় 'ক' ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের 'খ' ইউনিটে পাসের হার ১০ দশমিক শুন্য ৭ শতাংশ। বাণিজ্য অনুষদের বিভিন্ন বিভাগের 'গ' ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। চারুকলা অনুষদের 'চ' ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ।
ফল জানা যাবে যেভাবে
আবেদনকারীরা তথ্য সরবরাহ করে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
পাশাপাশি যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়েও ফল জানা যাবে।
টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'—এর জন্য DU ALS ˂roll no˃, 'বিজ্ঞান ইউনিট'—এর জন্য DU SCI ˂roll no˃, 'ব্যবসায় শিক্ষা ইউনিট'—এর জন্য DU BUS ˂roll no˃ এবং 'চারুকলা ইউনিট'—এর জন্য DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করলে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে।
Comments