যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ছুরিকাঘাতে নিহত ৪, আহত ৭

রকফোর্ড শহরে ছুরি হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশের সদস্যরা। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট
রকফোর্ড শহরে ছুরি হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশের সদস্যরা। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে এক কিশোরীসহ চারজন মানুষকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক ব্যক্তি। শহরের একাধিক অবস্থানে সংঘটিত এই হামলায় আরও সাত জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি।

রকফোর্ড শহরের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার বিকেলে ছুরি হামলার ঘটনাগুলো ঘটে। এসব হামলার জন্য দায়ী সন্দেহে ২২ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।

শিকাগো থেকে ৯০ মাইল উত্তর-পশ্চিমে রকফোর্ড শহরের অবস্থান।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে আছে এক ১৫ বছর বয়সী কিশোরী, ৬৩ বছর বয়সী নারী ও ৪৯ ও ২২ বছর বয়সী দুই পুরুষ।

পুলিশের বিবৃতিতে পাঁচ আহত ব্যক্তির কথা বলা হলেও মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, আহতের সংখ্যা সাত।

সন্দেহভাজন ব্যক্তি পুলিশের হেফাজতে আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে এপিকে জানান রকফোর্ড পুলিশ প্রধান কারলা রিড। তিনি আরও জানান, আহত এক ব্যক্তির অবস্থা আশংকাজনক।

কারলা জানান, রকফোর্ড পুলিশ দুপুর ১টা বেজে ১৪ মিনিটে ফোনের মাধ্যমে চিকিৎসা সহায়তার অনুরোধ পায়।পরবর্তীতে পুলিশ ও চিকিৎসাকর্মীর জন্য আরও বেশ কয়েকটি কল পান তারা।

কারলা বলেন, 'আমরা মনে করছি না এ ঘটনার সঙ্গে জড়িত আর কোনো সন্দেহভাজন ব্যক্তি পলাতক আছেন। কেন এই ব্যক্তি এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়িত হল, সেই কারণ এ মুহুর্তে আমাদের জানা নেই।'

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

1h ago