চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল গঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ। আগামী ১৯ এপ্রিল হবে শিল্পী সমিতির নির্বাচন।

শিল্পী সমিতির নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানিয়েছেন, 'একটি প্যানেলের সভাপতি প্রার্থী মিশা সওদাগরের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৯ এপ্রিল করা হয়েছে। প্রথমে ১৯ এপ্রিলই শিল্পী সমিতির এবারের নির্বাচনের তারিখ হিসেবে চূড়ান্ত ছিল, পরে সেটা ২৭ এপ্রিল করা হয়েছিল।'

শিল্পী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামীকাল ২৮ মার্চ বিকাল ৫টায়। মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ৩০ মার্চ, চলবে ৩১ মার্চ বিকাল ৪টা পর্যন্ত।

মনোনয়ন জমা দেওয়া যাবে ২ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। এরপর ১৯ এপ্রিল এফডিসিতে হবে ভোটগ্রহণ।

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।

Comments

The Daily Star  | English
Broadcasting of Somoy TV suspended

Student protesters enter Somoy TV owners’ offices, journalists sacked

A gang of Bangladesh student protesters entered the offices of the investor of a television station accusing it of "propaganda", protesters said Tuesday, with at least five journalists subsequently fired

26m ago