ঈদের বিশেষ ‘ইত্যাদি’র নাচে সিয়াম ও মেহজাবীন

`ইত্যাদি'র নাচের পর্বে হানিফ সংকেতের সঙ্গে সিয়াম আহমদ এবং মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র প্রতিটি পর্বেই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, গান, অভিনয় ও নৃত্য। তেমনি পরিবেশিত হয় দলীয় সংগীতের একটি পর্ব।
 
এবারের দলীয় সংগীতের বিষয় মোবাইলের বিভিন্ন অ্যাপের ব্যবহার নিয়ে। এই পর্বে অংশগ্রহণ করেছেন নায়ক ও মডেল সিয়াম আহমেদ এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। 

গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। গানে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ 'ইত্যাদি' বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে। 

যথারীতি 'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

1h ago