বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষি ‘ইত্যাদি’ অনুষ্ঠানে

ইত্যাদি অনুষ্ঠানে বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

এবারের ঈদের 'ইত্যাদি'-তে রয়েছে নানান আয়োজন। সেই ধারাবাহিকতায় ৩ তারকা আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষি থাকছেন একটি বিশেষ আয়োজনে। 

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দ্য ডেইলি স্টারকে ইত্যাদি কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক ব্যাধি নিয়ে এই আয়োজন। মরণব্যাধি ক্যানসারের মতো কিছু কিছু সামাজিক ব্যাধি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এসব ব্যাধি দূর করতে সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন ও বৈষম্য দূর করতে হবে। সচেতনতামূলক বক্তব্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন এই ৩ অভিনেত্রী। উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৩ জন দর্শকের সঙ্গে তারকাদের তাৎক্ষণিক অভিনয় ছিল প্রাণবন্ত ও উপভোগ্য।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। প্রতিবারের মতো ঈদের পরদিন বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
 

Comments

The Daily Star  | English

A charter of reforms for next govt

The National Consensus Commission will come up with a charter based on its talks with political parties, and the next government will implement the short- and long-term reforms in line with that charter.

10h ago