গুলশানে এডব্লিউআর ভবনে আগুন

গুলশানে এডব্লিউআর ভবনে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার গুলশানে এডব্লিউআর টাওয়ারে আগুন লেগেছে। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গুলশান-১ এ ভবনটির নবম তলায় বাইরের দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, ছয়টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। যানজটের কারণে সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি জানান, ভবনটি ১৭তলা। এসির আউটডোর ইউনিটে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ভবনটির বাইরের দিকে আগুন লেগেছে।

Comments

The Daily Star  | English

US trade court blocks tariffs in major setback for Trump

The opinion marks a significant setback to the Republican leader

29m ago