সিরিজ নির্ধারণী ওয়ানডেতে তানজিমকে পাবে না বাংলাদেশ

ছবি: ফিরোজ আহমেদ

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। অনুশীলনে চোট পেলেন তানজিম হাসান সাকিব। ফলে সিরিজ নির্ধারণী লড়াইয়ে খেলতে পারবেন না তিনি।

তানজিমের ছিটকে যাওয়ার বিষয়টি রোববার দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে তার।

লিপু বলেছেন, 'দলের ফিজিও এইমাত্র আমাদের জানিয়েছেন, সে (তানজিম) খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কিনা চিন্তা করছি। কারণ, আগামীকাল আবার সকালে যদি (অন্য কারও) কিছু হয়।'

প্রথম ওয়ানডেতে ৮.৪ ওভার বল করার পর পেশিতে টান পড়ায় মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তানজিম। সেবা-শুশ্রূষা নিয়ে ফিরে এসে পরে ফিল্ডিং করেন। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারের কোটা পূর্ণ করেন তিনি।

এদিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে বল করার সময় আবার পেশিতে টান পান তরুণ ডানহাতি পেসার। পরীক্ষা করে দেখা গেছে, তার খেলার মতো শারীরিক অবস্থা নেই। 

চলমান সিরিজে খেলা দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী তানজিম। সব মিলিয়ে সাত ওয়ানডের ক্যারিয়ারে তার শিকার ২৫.৯১ গড়ে ১২ উইকেট। তিনি ছাড়াও বাংলাদেশের স্কোয়াডে আছেন তিন পেসার। তারা হলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

এর আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শ্রীলঙ্কার চলমান বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কার। দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের সময় বাম পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি। ৬.৪ ওভার করার পর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে।

আগামীকাল সোমবার চট্টগ্রামে হবে দুই দলের সিরিজ নির্ধারণী লড়াই। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে সমতা টানে লঙ্কানরা।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাকের আলি অনিক।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

35m ago