সিরাজগঞ্জে ৯ ইটভাটাকে ৪৬ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো ৭টি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নয়টি ইটভাটাকে ৪৬ লাখ টাকা জরিমানা করেছে। সেসময় পরিবেশ আইন অমান্য করে গড়ে তোলায় সাতটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
আজ সোমবার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার দিনভর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের এম আর এম ব্রিকস-১কে ছয় লাখ, দুরগাদহ গ্রামের এম আর এম ব্রিকস-২কে ছয় লাখ, তালগাছি গ্রামের এম এম এইচ ব্রিকসকে ছয় লাখ টাকা, পুরান টেপরি গ্রামে এম এইচ এম ব্রিকস-২কে এক লাখ টাকা, মশিপুর গ্রামের এমএসবি ব্রিকসকে ছয় লাখ টাকা, মাকরকোলা গ্রামের এবিএম ব্রিকসকে ছয় লাখ টাকা, পুরান টেপরি গ্রামের এসআরএম ব্রিকসকে ছয় লাখ টাকা, পতাজিয়া গ্রামের এমএইচটি ব্রিকসকে পাঁচ লাখ টাকা, গারাদহ গ্রামের কেবিএম ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর দ্য ডেইলি স্টারকে বলেন, এসব ইটভাটায় পরিবেশ আইন অমান্য করা হচ্ছিল।
অভিযানে সাতটি ভাটা এস্কেভেটর দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, পরিবেশ আইন অমান্য করে পরিচালনাকারী ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
Comments