মিরপুরে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার সকাল ৮টার দিকে মুক্তবাংলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন বরগুনার বেতাগী উপজেলার কালকাবাড়ি গ্রামের বাসিন্দা। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আল আমিনকে হাসপাতালে নেওয়া হৃদয় মিয়া জানান, তারা থাকেন মিরপুর-১ গুদারাঘাট এলাকায়। তিনি আল আমিনের সহযোগী হিসেবে কাজ করেন। সকালে তারা কাজে যাওয়ার উদ্দেশ্যে মুক্তবাংলা মার্কেটের সামনে বসে ছিলেন। এসময় হৃদয় কোদাল আনতে যান এবং ফিরে এসে দেখেন আল আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কেউ তাকে ধরছে না। তখন আল আমিনকে হাসপাতালে নিয়ে যান হৃদয়।

নিহত আল আমিনের বাবা আবুল হোসেন জানান, সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আল আমিন। এরপর লোক মারফত খবর পান, আল আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরে তারা ঢাকা মেডিকেলে এসে ছেলের মরদেহ দেখতে পান। 

'ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, তারই এক সহকর্মী আল আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়েছে', বলেন তিনি।

নিহতের বাবা আরও জানান, আল আমিন এক মেয়ের জনক ছিল। এ ছাড়া, তার স্ত্রী বর্তমানে আটক মাসের অন্তঃসত্ত্বা।

এ বিষয়ে শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আল আমিনের এক সহকর্মীই তাকে কোদাল দিয়ে কুপিয়েছে। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।'

 

Comments

The Daily Star  | English

2 sections of quick rental law unconstitutional: HC

The High Court also directed the government to make all the power plants fully operational

24m ago