চ্যাম্পিয়ন্স লিগ

ভিনিসিউসের গোলে শেষ আটে রিয়াল

Vinicius Junior

ক্লাবের ১২২ বছর পূর্তির দিনে রিয়াল মাদ্রিককে পাওয়া গেল না সেরা ছন্দে। জড়তা, আড়ষ্টতায় ভরা খেলা উপহার দিল তারা। তবে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের গোল ধরে প্রতিপক্ষের আক্রমণ সামলে ঠিকই শেষ আটে উঠে গেল কার্লো আনচেলেত্তির দল।

বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে আরবি লাইপজিগের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল। আগের লেগে ১-০ গোলের জয়ে ২-১ ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আসরের সফলতম দল।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে দলকে এগিয়ে নেন ভিনিসিউস। তিন মিনিট পর সমতা আনেন উইল অরবান।

এদিন পুরো আধিপত্য নিয়ে খেলেছে জার্মান ক্লাব লাইপজিগ। প্রতিপক্ষের গোলমুখে রিয়াল যেখানে ১১ শট নিতে পেরেছে, লাইপজিগ নিয়েছে ২০টি। রিয়ালের তিন শট লক্ষ্যে থাকলেও লাইপজিগের ছিলো চারটি।

ম্যাচে বেশিরভাগ সময় নিজেদের মাঠে কোণঠাসা হয়ে থাকলেও ভিনির গোল ত্রাতা হয়ে যায় রিয়ালের। ভিনিসিউস অবশ্য বিরতির পর হতাশায় মেজাজ হারিয়েছিলেন একবার। দেখেন হলুদ কার্ড।

তবে ৬৫ মিনিটেই তার ঝলক। বাম প্রান্ত দিয়ে বল পাওয়া জুড বেলিংহাম বক্সের ভেতরে থাকা ভিনিসিউসকে পাস দেন। সতীর্থের কাছ থেকে বল পেয়েই বুলেট গতিতে বাঁকানো শট জালে জড়িয়ে উৎসবে মাতেন ব্রাজিলের ফরোয়ার্ড।

তিন মিনিট পর বাম প্রান্ত থেকে বক্সের ভেতর ক্রস পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন অরবান। এরপরের বাকি সময় প্রতিপক্ষের আক্রমণের তোড় সামলাতে হয় রিয়ালকে।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

10h ago