দুই ম্যাচের নিষেধাজ্ঞা এড়াতে পারলেন না ভিনিসিউস
রিয়াল মাদ্রিদ আপিল করেছিল, তাদের প্রত্যাশা ছিলো হয়ত নিষেধাজ্ঞায় পড়বেন না ভিনিসিউস জুনিয়র। তবে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে প্রতিপক্ষের গোলরক্ষকে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি তখন বলেছিলেন, এটা লাল কার্ডের ফাউল ছিলো না, হলুদ কার্ড হতে পারত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করেন।
তবে লাভ হয়নি, শাস্তিই পেতে হলো ভিনিকে। এতে করে লাস পালমাস এবং রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে লা লিগায় দুই ম্যাচ মিস করবেন ভিনিসিউস। ভিনিসিউসের লাল কার্ড পাওয়ার ওই ম্যাচে অবশ্য নাটকীয়ভাবে শেষ সময়ের গোলে ম্যাচ জেতে রিয়াল।
নিষেধাজ্ঞা কাটিয়ে স্প্যানিশ সুপার কাপে মায়োর্কার বিপক্ষে মাঠে ফিরবেন ২৪ বছর বয়েসী তারকা।
Comments