রাজউকের অভিযান

বেইলি রোডে চার রেস্তোরাঁ সিলগালা

বেইলি রোডে রাজউকের অভিযানে আজ সুলতান'স ডাইন রেস্তোরাঁ সিলগালা করা হয়। ছবি: প্রবীর দাশ/ স্টার

রাজধানীর বেইলি রোডে চারটি রেস্তোরাঁ ও একটি শপিংমলের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

গত বৃহস্পতিবার বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়। আহত হয় অনেকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে রাজউকের একটি দল সুলতান'স ডাইন, নবাবী ভোজ, রোস্টার ক্যাফে এবং পিজ্জা মাস্টান রেস্টুরেন্ট সিলগালা এব সুইস বেকারি এবং ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের মালিককে জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বেইলি রোডের সুলতান'স ডাইন রেস্তোরাঁ সিলগালা করেছে রাজউক। ছবি: প্রবীর দাশ/ স্টার

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, নবাবী ভোজ রেস্টুরেন্টটি যথাযথ অনুমতি ছাড়া পরিচালনা করার জন্য সিলগালা করা হয়েছে।

তিনি বলেন, দলটি সুলতান'স ডাইনসহ তিনটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট কাগজপত্র চেয়েছিল তারা সরবরাহ করতে না পারায় এটি সিলগালা করা হয়েছে। কর্তৃপক্ষ প্রাসঙ্গিক কাগজপত্র সরবরাহ করার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় না থাকায় সুইস বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়।

রাজধানীর বেইলে রোডে সুইস বেকারিতে রাজউকের অভিযান। ছবি: প্রবীর দাশ/ স্টার

সকাল ১১টার দিকে রাজউক এই অভিযান শুরু করে। শেষ হয় দুপুর আড়াইটায়।

রাজউক গতকাল ধানমন্ডির সাতমসজিদ রোডের গাউসিয়া টুইন পিক ভবনে অভিযান চালিয়ে সেখানকার ১২টি রেস্টুরেন্ট সিলগালা করে দেয়।

পৃথক অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) একই সড়কের আরেকটি ভবন বন্ধ করে দিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ গতকাল রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন রেস্তোরাঁর ১৬ জন কর্মীকে আটক করেছে।

Comments

The Daily Star  | English

Work begins to restore Dhaka’s waterways

Criticism on social media as advisers inaugurate work by walking down a red-carpeted pathway

13m ago