ধানমন্ডির গাওসিয়া টুইন পিক ভবনের ১২ রেস্তোরাঁ সিলগালা

গাউসিয়া টুইন পিকে রাজউকের অভিযান
ধানমন্ডিতে সাত মসজিদ সড়কে গাওসিয়া টুইন পিক ভবনের রেস্তোরাঁ সিলগালা করছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর ধানমন্ডিতে সাত মসজিদ সড়কে গাওসিয়া টুইন পিক ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ সোমবার সকালে রাজউকের ভ্রাম্যমাণ আদালত ওই ভবনে অভিযান চালায়।

ভবনটি বাণিজ্যিক ব্যবহারের জন্য ডিজাইন করা হলেও, সেখানে অনুমোদন ছাড়া রেস্তোরাঁ পরিচালনার কারণে সেগুলো সিলগালা করা হয়।

রাজউকের পরিচালক (জোন-৩) উপসচিব তাজিনা সারোয়ার গণমাধ্যমকে এ তথ্য জানান।

গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জন নিহত হওয়ার ঘটনার পর গাউসিয়া টুইন পিক ভবনের ঝুঁকি নিয়ে কথা উল্লেখ করে সেখানে কাউকে না যাওয়ার অনুরোধ করেন ভবনটির স্থপতি মুস্তাফা খালিদ পলাশ।

পরিচালক তাজিনা সারোয়ারের নেতৃত্বে রাজউকের দল আজ সকালে ওই ভবনে অভিযান চালায়।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, ভ্রাম্যমাণ আদালত ওই ভবনের নবম তলার 'স্পাইস অ্যান্ড হার্বস' রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করে এবং ভবনের ছাদে 'রেট্রো লাইভ কিচেন' রেস্তোরাঁ উচ্ছেদ করে।

তবে, ম্যানেজার বা মালিক উপস্থিত না থাকায় ওই ভবনের দশ তলা পর্যন্ত কোনো রেস্তোরাঁকে জরিমানা করতে পারেনি রাজউক।

 

Comments

The Daily Star  | English

Shammo murder: DMP chief pledges to end probe within a week

Says case to be sent to a special tribunal after investigation

39m ago