ঢাবি উপাচার্যের বাসভবনে নবজাতকের মরদেহ ছুড়ে মারা ব্যক্তি আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সুলতান মিয়ার কর্মকাণ্ড। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সীমানার ভেতর নবজাতকের মরদেহ ছুড়ে মারা ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ সালমান ফারসী জানান, আটক সুলতান মিয়া উপাচার্যের বাসভবনের সীমানার ভেতর নবজাতকের মরদেহ ছুড়ে মারার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুলতানের স্ত্রী ওই মৃত শিশুর জন্ম দেন।  

এর আগে, সুলতানের শ্যালক মুত্তাকীকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সুলতানকে আটক করা হয়।

সালমান ফারসী জানান, সুলতানকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সীমানার ভেতর এক ব্যক্তি নবজাতকের মরদেহ ছুড়ে মারেন, যা ওই এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

 

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

53m ago