ঢাবির নৃত্যকলা বিভাগে মাস্টার্স, ভর্তি আবেদন ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত

Dhaka University logo

নৃত্যকলা বিভাগে এক বছর মেয়াদি নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শূন্য আসনে যোগ্য প্রার্থীরা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রার্থীকে অবশ্যই নৃত্যে পারদর্শী হতে হবে। পাশাপাশি যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

স্নাতক (সম্মান) পরীক্ষায় চার স্কেলে ন্যূনতম সিজিপিএ তিন দশমিক ২৫ বা দ্বিতীয় বিভাগ ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় মোট ছয় দশমিক পাঁচ থাকতে হবে। কোনো পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন এর কম থাকা যাবে না।

স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। সে ক্ষেত্রে প্রার্থীদের নূন্যতম পাঁচ বছরের নৃত্য গুরু অথবা নৃত্য প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সনদপত্র থাকতে হবে।

ভর্তি ফরমের মূল্য আড়াই হাজার টাকা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের (নিচ তলা) নৃত্যকলা বিভাগের ১০৯৮ নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

প্রয়োজনে মোবাইল ফোনে (০১৯২২২৪৭৫৬৯) যোগাযোগ করতে পারবেন শিক্ষার্থীরা।

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

25m ago