গাজীপুরে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত ৬

গাজীপুরে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত ৬
ইন্টেলিজেন্স কার্ড লিমিটেডের কার্যালয় | ছবি: সংগৃহীত

গাজীপুরের সদর থানাধীন জামতলা এলাকায় একটি কারখানার বয়লার বিস্ফোরণে শ্রমিক লিখন মিয়া (২৪) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় জন।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর দেড়টার দিকে এই ‍দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত লিখনের বাড়ি গাইবান্ধা জেলায়, তার বাবার নাম সেকান্দর আলী। তিনি ইন্টেলিজেন্স কার্ড লিমিটেড কারখানায় কাজ করতেন এবং জামতলা এলাকায় ভাড়া থাকতেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, ছয় জন আহত শ্রমিককে ভর্তি নেওয়া হয়েছে। তবে এখনো তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জয়দেবপুরে দায়িত্বরত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আরেফিন ডেইলি স্টারকে বলেন, 'কারখানা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং আহতদের হাসপাতালে পৌঁছে দেয়।'

Comments

The Daily Star  | English

US trade court blocks tariffs in major setback for Trump

The opinion marks a significant setback to the Republican leader

39m ago