গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ৩
গাজীপুরের শ্রীপুরে এইচ ডি এম অ্যাপারেলস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে কারখানার তিন জন শ্রমিক আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
সকাল সাড়ে ১১টার দিকে এইচ ডি এম অ্যাপারেলস কারখানার মালিক হুমায়ুন চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকালে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার তিন জন শ্রমিক আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারিনি। তবে তিন জন শ্রমিকের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। আহত শ্রমিকের ক্ষতিপূরণের ব্যবস্থা করব।
কারখানার নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত করা যায়নি।
Comments