বিদ্যুতে ভর্তুকি কমাতে সমন্বয় জরুরি: কাদের

বিদ্যুতে ভর্তুকি কমাতে সমন্বয় জরুরি: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিদ্যুৎ খাতে ভর্তুকি অনেক বেশি হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই ভর্তুকি আমরা ধীরে ধীরে কমাতে চাই।

আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, 'যারা ক্ষমতায় থাকতে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং হতো এবং পাঁচ বছরে নয়বার তারা বিদ্যুতের দাম বাড়িয়েছিল—বিএনপি। আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি। শেখ হাসিনার সরকার বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৯ হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত করেছে।'

তিনি বলেন, 'বিদ্যুতে আমাদের যথেষ্ট ভর্তুকি দিতে হয়েছে। এই ভর্তুকি আমরা ধীরে ধীরে কমাতে চাই। সে কারণেই এখানে একটা সমন্বয় করা জরুরি হয়ে গেছে। বিদ্যুৎ সুবিধা আমরা যদি বজায় রাখতে চাই, তাহলে সমন্বয়টা আমাদের করতে হবে।'

বিদ্যুতের দাম আবার বাড়ছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'বিদ্যুৎমন্ত্রীই বলেছেন। সমন্বয়ের বিষয়ে আগেও বলেছেন, এখনো বলছেন। কারণ বিদ্যুতে আমাদের ভর্তুকি অনেক বেশি হয়ে গেছে। এই ভর্তুকি আর বাড়তে দেওয়া ঠিক হবে না, সে কারণে সমন্বয় করা জরুরি।'

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

3h ago