খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু: সেই হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ
রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যুর ঘটনায় ওই হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বুধবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নোটিশে বলা হয়েছে, 'আহনাফ তাহমিন আয়হান নামের শিশুর সুন্নতে খতনা অপারেশনের সময়ে মৃত্যু সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে ও জে এস হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখান জন্য নির্দেশ দেওয়া হলো।'
Comments