খতনা করাতে গিয়ে রাজধানীতে আরও এক শিশুর মৃত্যু, ২ চিকিৎসক গ্রেপ্তার

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীতে আবারও বেসরকারি এক হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে এ ঘটনা ঘটে।

মৃত আহনাফ তাহমিন আয়হাম (১০) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

এ ঘটনায় ওই হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় শিশুর বাবা ফখরুল ইসলাম তিন চিকিৎসক ও অপর পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ড. এস এম মুক্তাদির ও ড. মাহবুব।'

এ ঘটনার পর হাসপাতালটি বন্ধ করে দিয়েছে পুলিশ।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে চিকিৎসকরা শিশুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেও সম্পূর্ণ অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে তার আর জ্ঞান ফেরেনি। ঘণ্টাখানেক পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

স্বজনদের অভিযোগ, তারা চিকিৎসকদের অনুরোধ করেছিলেন, যাতে শিশুটিকে সম্পূর্ণ অ্যানেস্থেসিয়া না দেওয়া হয়। কিন্তু তারা তা করেননি।

এই অভিযোগ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত ৩১ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করাতে গেলে পাঁচ বছর বয়সী শিশু আয়ান আহমেদকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। পরবর্তীতে আয়ানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে গত ৭ জানুয়ারি তার মৃত্যু হয়।

 

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

9h ago