শেষ হলো ৩ দিনের ‘কিডস টাইম’ মেলা

কিডস টাইম
মেলায় শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: কিডস টাইমের সৌজন্যে

বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত কিডস টাইম মেলা শেষ হয়েছে।

গত শুক্রবার থেকে শুরু হয়ে গতকাল রোববার শেষ হয় শিশুদের জন্য এ আয়োজন।

শুক্রবার সকাল ৯টায় রঙিন বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কিডস টাইমের ফাউন্ডার তাহমিনা রহমান।

তিন দিনের এ আয়োজনে ছিল গুফির পাপেট শো, ম্যাজিক শো, নিউট্রিশন ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ গেম ও আরও অনেক কিছু।

এছাড়াও নাচ, গান, কবিতা আবৃত্তিসহ শিশুদের নিয়ে ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

কিডস টাইমের চতুর্থ এ আয়োজনের নিউট্রিশন পার্টনার ছিল গ্রামীণ ডানোন শক্তি, সেইফ ফুড পার্টনার ছিল খাস ফুড, র‍্যাফেল ড্র পার্টনার টগুমগু এবং বরাবরের মতো লার্নিং পার্টনার গুফি ওয়ার্ল্ড। এছাড়া, মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার। 

কিডস টাইম
কিডস টাইম মেলায় অংশ নেওয়া ব্র্যান্ড। ছবি: কিডস টাইমের সৌজন্যে

৩-১২ বছর বয়সী প্রায় ১৫ হাজার শিশু ও তাদের অভিভাবকরা শিশুদের এ আয়োজনে অংশগ্রহণ করে। ঢাকার বিভিন্ন প্রান্তের ২৫টির বেশি স্কুল মেলায় অংশ নেয়।

মেলায় ছিল পেনি অ্যান্ড পিটার্স, নেসলে, লেটস রিড বাংলাদেশ, স্কুল বাসসহ আরও বেশ কিছু ব্র্যান্ড।

মেলায় বিশেষ আকর্ষণ ছিল 'কিডস টাইম ক্রিয়েটিভ জোন' এবং গ্রামীণ ডানোন শক্তির 'হেলদি জোন।'

ক্রিয়েটিভ জোনে শিশুরা তাদের পছন্দমতো ক্রিয়েটিভ সব আর্ট ও ক্র্যাফটের কাজ করেছে।

'হেলদি জোনে' ছিল শিশুদের জন্য মজাদার সব গেমিং এবং গিফট পাওয়ার সুযোগ।

মেলায় খোলা জায়গায় ডুডল বোর্ড, ফটো বুথ এবং ফেস-পেইন্টিং সেশন ছিল। শিশুরা কার্টুন পিপলের শিল্পীদের আঁকা ক্যারিকেচারের মাধ্যমে নিজেদের কার্টুন দেখতে পেয়েছে।

মেলাটি শুধু শিশুদের জন্যই ছিল না, বাবা-মায়ের জন্যও ছিল দারুণ উপভোগ্য। মেলার অন্যতম লক্ষ্য ছিল বাবা-মায়েদের ক্রিয়েটিভিটি, সেইফ ফুড ও নিউট্রিশন সম্পর্কে জানানো।

 

Comments

The Daily Star  | English

'No legal bar' to Babar's release after acquittal in another 10-truck arms case

He has now been cleared in both cases filed over the high-profile incident from 2004

1h ago