শিশু একাডেমিতে কিডস টাইম মেলা ১৬-১৮ ফেব্রুয়ারি
শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপন করতে প্রতি বছরের মতো এবারও কিডস টাইম মেলা আয়োজিত হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমিতে।
আগামী ১৬-১৮ ফেব্রুয়ারি দোয়েল চত্বরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ মেলা।
মেলার ৩ দিনের আয়োজনে থাকবে আর্ট, ক্রাফট, বিভিন্ন ধরনের খেলা, পাপেট শো, ম্যাজিক শো, পুষ্টি ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ খেলা এবং আরও অনেক কিছু।
কিডস টাইম ক্রিয়েটিভ স্কুলের এ আয়োজনে রাজধানী ঢাকার প্রায় ২০ হাজার পরিবার অংশ নেবে বলে আশা করা যাচ্ছে।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, 'ছুটির দিনগুলোতে কোথায় গেলে বাচ্চারা আনন্দ পাবে, কীভাবে তাদের ক্রিয়েটিভিটির পরিপূর্ণ বিকাশ হবে, কীভাবে তাদের কল্পনা ও চিন্তাশক্তির বিকাশ ঘটবে, এ ভাবনার উত্তর খুঁজতে ছয় বছর আগে কিডস টাইমের যাত্রা শুরু।'
তার মতে, 'প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে সৃজনশীলতার বীজ। আর আনন্দের মাধ্যমে শিশুদের সব কিছু শেখানো যায়। মেলাতেও শিশুদের ক্রিয়েটিভিটি, দলীয় কাজের মাধ্যমে সোশ্যাল স্কিল শেখানো হয়। আর পাপেট্রির মতো ক্লাসে শেখে ইমোশোনালি ইন্টেলিজেন্ট।'
এবার চতুর্থবারের মতো আয়োজন হচ্ছে কিডস টাইম মেলার। এখন পর্যন্ত ৪ হাজারের বেশি শিশু কিডস টাইমের গ্র্যাজুয়েশন করেছে বলে জানান তিনি।
অভিভাবকরা চাইলে সরাসরি অনলাইন থেকে মেলার রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি শিশু একাডেমিতে মেলার যেকোনো দিন যেতে পারবেন।
https://kidstimebd.com/kids-time-fair-2024/ - এই লিংকে গিয়ে কিডস টাইম মেলা ২০২৪ এর রেজিস্ট্রেশন করা যাবে।
আগ্রহী স্কুল কিডস টাইম মেলায় শিক্ষার্থীদের নিয়ে যেতে পারবে। স্কুলের জন্য মেলায় রেজিস্ট্রেশন ছাড়াই প্রবেশ করা যাবে।
দ্য ডেইলি স্টার কিডস টাইম ফেয়ার ২০২৪ এর মিডিয়া পার্টনার।
Comments