নরসিংদীর বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর অনুমোদন পেল ডরিন
নরসিংদীতে বন্ধ করে দেওয়া পাওয়ার প্ল্যান্ট পুনরায় চালু করতে যাচ্ছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড।
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক প্রতিবেদনে ডরিন জানিয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) বিদ্যমান বিদ্যুৎ ক্রয় চুক্তির শর্ত ও ট্যারিফ শিডিউল অনুযায়ী ২২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি চালুর অনুমোদন দিয়েছে।
আগামী পাঁচ বছরের জন্য 'নো ইলেক্ট্রিসিটি নো পেমেন্ট বেসিস' নামক নতুন চুক্তি না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত থাকবে।
কোম্পানিটি জানিয়েছে, তারা বিআরইবির সঙ্গে শুল্ক ও নবায়ন চুক্তির অন্যান্য শর্ত নিয়ে আলোচনা করবে।
বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ডরিন পাওয়ারের তিনটি প্ল্যান্টের মধ্যে একটি নরসিংদীর প্ল্যান্টটি। বাকি দুটি টাঙ্গাইল ও ফেনীতে।
এদিকে সরকার বিদ্যুৎ কেনার চুক্তির মেয়াদ না বাড়ানোয় চলতি সপ্তাহে ফেনীতে ২২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দিয়েছে ডরিন।
Comments