চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফেনীতে বিদ্যুৎকেন্দ্র বন্ধ করল ডরিন

ডরিন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বিদ্যুৎকেন্দ্র, ফেনীতে বিদ্যুৎকেন্দ্র বন্ধ করল ডরিন,

বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড জানিয়েছে, সরকার বিদ্যুৎ কেনার চুক্তির মেয়াদ না বাড়ানোয় ফেনীতে তাদের ২২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে এক প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে ডরিনের আগের চুক্তির মেয়াদ গত ১৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে।

ফেনীর পাওয়ার প্ল্যান্টটি ডরিনের তিনটি প্ল্যান্টের মধ্যে একটি, অন্য দুটি হলো- টাঙ্গাইল ও নরসিংদীতে। তবে, একই কারণ দেখিয়ে গত বছরের ডিসেম্বরে নরসিংদীর প্লান্টটি বন্ধ করে দিয়েছিল ডরিন।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য বিদ্যুৎ বিভাগের কাছে আবেদন করেছিল তারা, তবে আবেদনটি 'বিবেচনাধীন' আছে।

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি ফেনীর প্ল্যান্টটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে ডরিন এবং পুনরায় চালুর জন্য সরকারের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করবে।

Comments

The Daily Star  | English

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago