‘মোস্তাফিজ ভালো আছে, রাতে দলে যোগ দেবে’

Mustafizur Rahman

২৪ ঘণ্টা আগে তাকে নিয়ে জেগেছিলো ভয়। মাথায় যেভাবে বলের আঘাত পেয়ছিলেন মোস্তাফিজুর রহমান তাতে ভয় না পাওয়ার কারণও নেই। তবে এখন আর ভয়ের কিছু নেই। স্ক্যান রিপোর্টে ভালো আসার পর একদিনের পর্যবেক্ষণেও সব কিছু ঠিকঠাক বাঁহাতি পেসারের।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সোমবার মোস্তাফিজ যে খেলতে পারছেন না তা আগেই অনুমিত ছিলো। কারণ এখণো হাসপাতালেই আছেন তিনি। মোস্তাফিজের বদলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশে এসেছেন মুশফিক হাসান।

টসের সময় ধারাভাষ্যকার আতাহার আলি লিটনের কাছে জানতে চান কেমন আছেন মোস্তাফিজ, জবাবে লিটন বলেন, 'সে ভালো আছে। এখনো হাসপাতালে আছে। আশা করছি রাতে হোটেলে দলে যুক্ত হবে।'

রোববার সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় আহত হন মোস্তাফিজ। তখন পাশাপাশি নেটে ব্যাট করছিলেন লিটন দাস ও ম্যাথু ফর্ড।  মোস্তাফিজ ও নেট বোলাররা বল করছিলেন তাদের। নিজের বোলিং শেষে ফেরত আসার সময় আরেকজন বোলারের বলে পাশের নেট থেকে ফর্ডের শট এসে লাগে মোস্তাফিজের মাথার বাম পাশে। এই সময় তার মাথা থেকে রক্ত পড়তে দেখা যায়। দ্রুত হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান। তাতে মোস্তাফিজের মাথায় কোন অভ্যন্তরীণ রক্তক্ষরণ মেলেনি।

রিপোর্ট ভালো আসার পরও সতর্কতা হিসেবে বাঁহাতি পেসারকে পর্যবেক্ষণে রেখে দেওয়া হয়। ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণেও কোন অস্বাভাবিকতা মেলেনি। রাতেই তাই তিনি দলে যোগ দিচ্ছেন। খেলতে পারেন কুমিল্লার পরের ম্যাচগুলোতে।

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

6h ago