সীমান্ত হত্যা ঠেকাতে ভারত নন-লেথাল অস্ত্র ব্যবহারে সম্মত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
![হাছান মাহমুদ হাছান মাহমুদ](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/01/15/hasan_mahmud.jpg)
সীমান্ত হত্যা কমিয়ে আনতে নন-লেথাল (প্রাণঘাতী নয় এমন) অস্ত্র ব্যবহারে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত।
ভারতে ৩ দিন সফর শেষে দেশে ফেরার পর আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এ কথা জানান।
তিনি বলেন, 'আমরা সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি। সীমান্ত এলাকায় হত্যার ঘটনা কমাতে নন-লেথাল অস্ত্র ব্যবহারে আমরা একমত হয়েছি।'
গত ৭-৯ ফেব্রুয়ারি ভারত সফরে মন্ত্রী হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
হাছান মাহমুদ বলেন, 'আমরা তিস্তার পানি বণ্টন নিয়েও আলোচনা করেছি। আপনারা জানেন যে, তিস্তা চুক্তি কেন্দ্রের (ভারতের কেন্দ্র সরকার) ওপর নির্ভর করে না, নির্ভর করে রাজ্যের ওপর। ভারতের নির্বাচনের পর এপ্রিল-মে মাসে বিষয়টি দেখা হবে।'
Comments