ইজতেমায় জুমার নামাজে ৫৬ দেশের লাখো মানুষ

এতে ইমামতি করেছেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী।
ইজতেমা
ছবি: সংগৃহীত

ইজতেমার দ্বিতীয় পর্বে ৫৬ দেশের ৬ হাজার অতিথিসহ লাখো মানুষ জুমার নামাজে অংশগ্রহণ করেছে।

এতে ইমামতি করেছেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী।

আজ শুক্রবার দুপুর ১টায় ময়দানে জুমার আজান হয়। ১টা ৩৫ মিনিটে খুতবা শুরু হয়। জুমার নামাজ শেষ হয় ১টা ৫৭ মিনিটে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, জুমার পরে আরবিতেবয়ান করেন শেখ মোফলে, তা বাংলায় তরজমা করেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর। আসরের পর বয়ান করবেন মাওলানা মোশাররফ, মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।

আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ফজরের নামাজের পর উর্দু ভাষায় বয়ান করেন মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। তা বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা মনির বিন ইউসুফ। এ ছাড়া সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিমের মৌজু, জুমার আগে জুমার ফাজায়েলের ওপর ১০ মিনিট বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ।

দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান পরিপূর্ণ হয়ে যায়। এ ছাড়া টঙ্গীর বিভিন্ন উঁচু ভবনের ছাদে থেকেও জুমার নামাজে অংশ নেয় মানুষ।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে সফিকুল ইসলাম জানান, ইজতেমায় প্রতিদিন প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এ ছাড়া সিটি করপোরেশনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ইজতেমা ময়দানে মুসল্লিদের খেদমতে নানা কর্মসূচি পালন করছে।

 

Comments

The Daily Star  | English

Ex-president Badruddoza Chowdhury passes away

He breathed his last at 3:15am today while undergoing treatment at the Uttara Women’s Medical College

2h ago