চট্টগ্রামে একুশে বইমেলা শুরু শুক্রবার
বন্দর নগরী চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় বইমেলার আয়োজন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
আজ বুধবার সংবাদ সম্মেলনে সিসিসি মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, বইমেলায় মোট ১৫৫টি স্টল থাকবে এবং চট্টগ্রাম ও ঢাকাসহ সারা দেশের মোট ৯২টি প্রকাশনা সংস্থা এতে অংশ নেবে।
তিনি জানান, মেলা চলবে ২ মার্চ পর্যন্ত।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে জানিয়ে বইমেলার আহ্বায়ক সিসিসি প্যানেল মেয়র গিয়াস উদ্দিন বলেন, 'শুক্রবার ও শনিবার এবং সরকারি ছুটির দিনে মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।'
Comments