সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিলেন অপু বিশ্বাস, নিপুণ ও শাহনূর
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/02/06/befunky-collage_100.jpg)
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ বিষয়ে অপু বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিজেকে রাজনীতির সঙ্গে জড়ানো ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য বিশাল সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম সংগ্রহ করেছি, বাকিটা তাদের ইচ্ছা। আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করতেই রাজনীতিতে এসেছি। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে থাকতে চাই।'
অপু বিশ্বাস ছাড়াও চিত্রনায়িকা নিপুণ আক্তার সকাল ১১টার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সেসময় তার সঙ্গে ছিলেন আরেক চিত্রনায়ক রিয়াজ।
চলচ্চিত্র জগত থেকে আরও যারা সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন, তাদের মধ্যে আছেন চিত্রনায়িকা শাহনূর।
Comments