সংরক্ষিত নারী আসনে আ. লীগের মনোনয়ন চেয়েছেন যে তারকারা

আওয়ামী লীগ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন সংগ্রহকারী তারকারা। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৪ জন তারকা শিল্পী।

আজ বৃহস্পতিবার মনোনয়ন ফরম কেনার শেষদিনে মনোনয়ন জমা দিয়েছেন  অভিনেত্রী লাকী ইনাম সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, শামিমা তুষ্টি ও সিমলা।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ, তানভিন সুইটি, সোহানা সাবা, শাহনূর ও ঊর্মিলা শ্রাবন্তী কর।

গতকাল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন শমী কায়সার ও মেহের আফরোজ শাওন।

এখন দেখার অপেক্ষা, তাদের মধ্যে থেকে কে কে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন পান।

 

Comments