চট্টগ্রাম

কৃত্রিম লেকের বাঁধ কেটে আড়াই হাজার একর বনভূমি উদ্ধার

কৃত্রিম লেকের বাঁধ কাটা হচ্ছে। দক্ষিন বন বিভাগের বিভিন্ন রেঞ্জ ও বিটের কয়েকশ কর্মকর্তা-কর্মচারী সম্মিলিতভাবে এই অভিযান পরিচালনা করে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে বাঁধ দিয়ে তৈরি করা কৃত্রিম লেকের আড়াই হাজার একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।

আজ শনিবার চট্টগ্রাম বন সার্কেলর বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের নির্দেশনায় বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বনভূমি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বড়হাতিয়া বনের প্রায় আড়াই হাজার একর সংরক্ষিত ও রক্ষিত বন ডুবিয়ে দিয়ে একটি কৃত্রিম লেক তৈরি করে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী একটি মহল।

ডিএফও আবদুল্লাহ আল মামুন বলেন, 'সোনাকানিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বড়হাতিয়া বনের প্রায় আড়াই হাজার একর সংরক্ষিত ও রক্ষিত বন পানিতে ডুবিয়ে দিয়ে একটি কৃত্রিম লেক তৈরি করেছিল স্থানীয় একটি মহল।'

তিনি বলেন, 'বাঁধ দিয়ে এই লেক বানানোর কারণে স্থানীয় শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত দুই বছর ধরে বানানো এই কৃত্রিম লেকে ডুবে যাওয়া বনভূমি উদ্ধারে বন বিভাগ ও স্থানীয় কৃষকরা দফায় দফায় চেষ্টা চালালেও প্রভাবশালী মহলের বাধায় সেটা সম্ভব হয়নি। আজকে আমরা বাঁধ কেটে দিয়েছি।'

বন বিভাগ জানায়, প্রভাবশালী একটি মহল খালে বাঁধ দিয়ে কৃত্রিম লেক তৈরি করার ফলে স্থানীয় কৃষকদের প্রায় ৫ হাজার একর জমির চাষাবাদ প্রায় দুই বছর ধরে ব্যহত হয়ে আসছিল। বন বিভাগ বাঁধ কেটে দেওয়ায় এসব জমি এখন চাষাবাদের আওতায় আসবে এবং রক্ষা পাবে সরকারি বনভূমি ও বনজসম্পদ।

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago