চোট কাটিয়ে হালান্ডের ফেরার খবর দিলেন গার্দিওলা

ছবি: এএফপি

প্রায় দুই মাস ধরে মাঠের বাইরে আছেন আর্লিং হালান্ড। পায়ের হাড়ে চোটের কারণে। সেই ধাক্কা সামলে সেরে উঠে এবার ফিরতে তৈরি তরুণ নরওয়েজিয়ান স্ট্রাইকার। বার্নলির বিপক্ষে ম্যানচেস্টার সিটির পরের ম্যাচের স্কোয়াডে থাকবেন তিনি।

বাংলাদেশ সময় আগামীকাল বুধবার দিবাগত রাত দেড়টায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে খেলতে নামবে সিটিজেনরা। এর আগের দিন ২৩ বছর বয়সী হালান্ডের ফেরার খবরটি নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, 'সত্যি বলতে, সে স্কোয়াডে থাকবে। চোট কাটিয়ে এই প্রথমবারের মতো সে ফিরবে। আমরা পুরো স্কোয়াডকে পাচ্ছি। অবশ্যই, আমরা এখন শক্তিশালী। আর্লিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দুই মাস সে মাঠের বাইরে ছিল। তবে এখন সে ভালো অনুভব করছে। আজ আমাদের একটি অনুশীলন সেশন হয়েছে।'

গত ৬ ডিসেম্বর প্রিমিয়ার লিগের লড়াইয়ে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরে যায় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। সেদিন চোট পান হালান্ড। এরপর আর তাকে মাঠে দেখা যায়নি। পুনর্বাসন প্রক্রিয়া শেষে গত ২২ জানুয়ারি তিনি অনুশীলনে যোগ দেন। ছিটকে যাওয়ার আগে লিগে ১৫ ম্যাচে ১৪ গোল করেছিলেন তিনি।

হালান্ডের পাশাপাশি চোট কাটিয়ে ফিরেছেন দুই ডিফেন্ডার অস্ট্রিয়ান মানুয়েল আকাঞ্জি ও ইংলিশ জন স্টোনস। তারা সেরে উঠেছেন পেশির চোট থেকে। ফলে তারকা স্প্যানিশ কোচ গার্দিওলা ভীষণ খুশি, 'আমাদের আর কোনো চোট সমস্যা নেই। মানু ফিরে এসেছে, ভালোমতো অনুশীলন করছে। তার হাঁটুতে কোনো ব্যথা নেই। জনও ফিরেছে। এগুলা সেরা খবর।'

চলমান মৌসুমে বর্তমানে তিনটি প্রতিযোগিতার শিরোপার দৌড়ে টিকে আছে ম্যান সিটি। গোটা স্কোয়াডের সবার সুস্থতা তাই জরুরি মনে হচ্ছে গার্দিওলার, 'মৌসুমের গুরুত্বপূর্ণ অংশ এখন শুরু হতে যাচ্ছে। এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ খুব কাছেই। আর অবশ্যই প্রিমিয়ার লিগও আছে। তাই সবাইকে পাওয়াটা জরুরি।'

বার্নলির মুখোমুখি হওয়ার আগে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুইয়ে আছে সিটি। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। এক ম্যাচ বেশি খেলে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল।

Comments

The Daily Star  | English

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

10m ago